২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ভোগান্তির শেষ নেই”সরাইল বিকেল বাজার সড়কের দ্রুত সংস্কারের দাবী স্থানীয়দের !!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিকাল বাজারের মুলি হাটা রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। দেখে বোঝার উপায় নাই যে, এটি একটি পাকা রাস্তা। রাস্তাটি কাদামাটি ও পানিতে পরিপূর্ণ। একাধিক জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। অল্প একটু বৃষ্টি হলেই এসব খানাখন্দ পানিতে পরিপূর্ণ হয়ে যায়। তখন বোঝার উপায় থাকেনা পানির নিচে কতটুকু গর্ত আছে। এসব গর্তে যানবাহনের চাকা আটকিয়ে ঘটছে ছোটবড় একাধিক দুর্ঘটনা। ফলে সড়কটির উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচলে প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যে কারণে জনসাধারণের পোয়াতে হচ্ছে চরম দুর্ভোগ। এই সড়কটি দ্রুত পুনঃনির্মাণ বা মেরামত করা না হলে জনসাধারণ অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি ও বাজারের ব্যবসায়ীগণ।
আবার সড়কে সৃষ্টি হওয়া গর্তে ময়লা পানি জমে থাকায় যানবাহনের চাকায় পানি ছিটকে মানুষের শরীরে লেগে পরিহিত জামা নষ্ট হওয়ায় ঝগড়া বিবাদও সৃষ্টি হচ্ছে, আরও নানান সমস্যা দেখা দেয় প্রতিনিয়ত। এতে জনসাধারণের পোয়াতে হচ্ছে চরম দুর্ভোগ।
সরেজমিনে গেলে ইউপি সদস্য মো.মাজিদ ঠাকুর সিএনজিতে রাস্তার মধ্যে গর্তের মাঝে আটকে যায়। সাংবাদিকদের তিনি বলেন,বাজারে আসা প্রতিদিন হাজার হাজার মানুষের কষ্ট লাঘবের এ রাস্তার কাজটুকু করা অতি জরুরী। এলাকার মানুষ কিছু দিন আগে ও মানববন্ধন করতে চেয়েছিল। কিন্তু প্রশাসনের প্রতিশ্রুতিতে তারা আর মানববন্ধন করেন না। সরাইল উপজেলার ব্যস্ততম একটি এলাকা হলো এই বিকাল বাজার। পানিশ্বর, টিঘর সহ এ এলাকার দশ- বার গ্রামবাসী বাজারটিতে জনসমাগম ও বেশ ভালোই হয়।
তাই দ্রুত সড়কটি নির্মাণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি ও ব্যবসায়ীসহ বিভিন্ন মহল।ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, শিক্ষক, সরকারী কর্মকর্তাসহ সর্বসাধারণ চরম দুর্ভোগে যাতায়াত বা চলাচল করছে। দ্রুত সংস্কারের দাবীর মিছিল উঠে আসছে সর্বমহল থেকে।এ ব্যপারে জানতে চাওয়া হলে সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন বলেন, গুরুত্বপূর্ণ রাস্তাটি অতিদ্রুত সময়ের মধ্যে কাজ আরম্ভ করা হবে। তিনি বলেন, ঠিকাদারকে বলেছি।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, সরাইল বাজারের রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ প্রতি দিন বহু মানুষ চলাচল করে, এ সময় ইউএনও আরো বলেন, যাতায়াতে মানুষের যাতে ভোগান্তি না হয় সেজন্য ঠিকাদারকে বলেছি দ্রুত সময়ের মাঝে কাজ শেষ করতে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2021
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন