অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ , ২২ আগস্ট ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃ শহিদুল ইসলাম : খুলনা প্রতিনিধি।খুলনার ডুমুরিয়ায় পুকুর থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার (২২ আগষ্ট) সকালে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায়,আজ (২২ আগস্ট) সকালে চহেড়া গ্রামের একটি পুকুরে এলাকাবাসী একটি লাশ পানিতে ভাসতে দেখে। এরপর তারা গ্রাম পুলিশের সহযোগিতায় লাশ টি উদ্ধার করে।
বিষয়টি ডুমুরিয়া পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। অজ্ঞাত উদ্ধার হওয়া লাশ টি থানায় নিয়ে যায় পুলিশ।
রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
এবিষয়ে ডুুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী কাজ চলছে। দ্রুতভাবে অজ্ঞাত লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আপনার মন্তব্য লিখুন