ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’ ১ লাখ মাস্ক বিতরন করছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে। জেলা বিএনপি’র নেতারা জানিয়েছেন, এই হেল্প সেন্টারের মাধ্যমে তারা ফ্রি অ·িজেন সেবা ছাড়াও মাস্ক ও স্যানিটাইজার বিতরন করছেন। গত ১৬ ই আগষ্ট থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। ১ লাখ মাস্ক বিতরন করবেন তারা। এরই অংশ হিসেবে শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের জন্যে ৫ হাজার মাস্ক ও প্রায় ২’শ স্যানিটাইজার প্রদান করা হয়। জেলা বিএনপি’র আহবায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজনের কাছে জেলা বিএনপি নেতারা এসব করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এসময় জেলা বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল হক খোকন,সিরাজুল ইসলাম,এডভোকেট শফিকুল ইসলাম,এডভোকেট গোলাম সারোয়ার খোকন,আসাদুজ্জামান শাহিন,নূরুল হুদা প্রমুখ। প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে সেখানে ছিলেন ইব্রাহিম খান সাদাত,মজিবুর রহমান খান,প্রেস ক্লাব সদস্য নজরুল ইসলাম বিল্লাল,সাংবাদিক জহির রায়হান প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন