২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ইউনিটে এক গৃহিণীর মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ২৬ বছর বয়সী একজন গৃহিণী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি সদর হাসপাতাল করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এপর্যন্ত জেলায় ১৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
বুধবার (১৮ আগস্ট ) রাত সাড়ে ১১টার দিকে করোনা ইউনিটের সমন্বয়ক ডা. মুহাম্মদ এনামুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত গৃহিণী সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের দুবাই প্রবাসী শাকিল মিয়ার স্ত্রী। তাদের ঘরে ৬ বছরের একটি কন্যাসন্তান আছে।
করোনা ইউনিটের সমন্বয়ক ডা. এনামুল হাসান জানান, মৃত গৃহিণী ৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। আজ রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহিণী মারা যায়। বর্তমানে আইসোলেশন ইউনিটে ৫০ জনের বেশি করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ১৫২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১০৬১২ জন আক্রান্তের মধ্যে ৬৫২৬ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯৩৫ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩৮৭৭ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৫৮ জন রোগী।
এখন পর্যন্ত জেলায় ৫৮২৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৫৮০৫৫ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১০৬১২ জন আক্রান্ত হয়েছে৷

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2021
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন