২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

বউ তুমি কার……..?

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ , ১৯ আগস্ট ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

আতাউর রহমান কাজল: ঘরে বউ রেখে অন্যের শরীরে মাতাল হওয়া কিংবা স্বামীর কাছে লুকিয়ে অন্যর সাথে সম্পর্ক রাখাটা প্রতারণা এটা যেমন অস্বীকার করার উপায় নেই তেমনি আমাদের দেশের প্রেক্ষাপটের বাস্তবতায় এ অন্যায়টা করার পেছনে বেশ কিছু কারণ আছে যা আমরা দেখেও না দেখার ভান করি।শুধু ছিঃ ছিঃ করাটা যেমন ঠিক নয় তেমনি এটাকে স্বীকার করাও ঠিক নয়।ছিঃ ছিঃ করে এসব এড়িয়ে গেলে যেমন পরকীয়া রোধ করা যাবেনা আবার পরকীয়াকে বাহবা দিয়ে একে স্বীকৃতি দেওয়ারও কোন মানে হয়না।কারণ,একটি পরকীয়ার কারণে যখন একটি সংসার ভেঙে যায় তখন সবচাইতে বেশী ক্ষতিগ্রস্থ হয় সন্তানেরা;সামাজিক ভাবে অন্যেদের কাছ থেকে একরকম বিচ্চিন্ন হয়ে যেতে হয়।বেশ কয়েকবছর আগে পরকীয়া নিয়ে আমার নানা ভাবে কিছু কাজ করার সুযোগ হয়েছিল।কেন একজন মানুষ নিজের স্বামী/বউ রেখে অন্যের সাথে সম্পক করে?কেন কয়েক সন্তান রেখে অন্যের হাত ধরে রাতের আধারে অজানার পথে পা বাড়ায় একজন নারী?ঘর ছাড়ার সময় কি নারীটি একবারও ভাবেনা প্রিয় সন্তানগুলোর মুখ?কেন পুরুষ সুন্দরী বউ রেখে খারাপ পাড়ায় যায়?কোন নারীর বুকে মাথা রাখার সময় কি ঘরের বউ ,সমাজের বাস্তবতার কথা একবারও ভাবেনা?শুধুই কি শারিরীক চাহিদার কারণে?  শুধুই কি ভালবাসার।

আমি জানতে চেয়েছিলাম এক হুজুরের কাছে পালিয়ে অন্যের বউ বিয়ে করা জায়েজ নাকি হারাম। হুজুর বলেন অন্যের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করা জায়েজ নাই। এ ধরনের কাজ যারা করে তাদের বিয়ে হবে না,  অন্য আলেম ওলামাদের কাছ থেকে ফতোয়া নেবেন। অন্যের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলে এ বিয়ে হবে না।

(সংগৃহীত দেশান্তর টিভি)

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2021
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন