২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে পাঁচজন নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ডেস্ক রিপোর্ট: তালেবান কাবুল দখল করে নেয়ার পর দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, দেশত্যাগে শত শত মানুষ কাবুল বিমানবন্দরে বিমানে উঠার চেষ্টা করার সময় পাঁচজন নিহত হন। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি পাঁচজনের মরদেহ গাড়িতে তুলতে দেখেছেন।

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, গুলির আঘাতে না হুড়োহুড়ির কারণে ওই পাঁচজন নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের সেনারা বর্তমানে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ করছে। সোমবার যুক্তরাষ্ট্রের সেনারা এই বিমানবন্দরে ফাঁকা গুলি ছুড়েছে বলে জানান দেশটির এক কর্মকর্তা। তবে নিহতদের বিষয়ে কোনো কর্মকর্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেয়ার অপেক্ষায় রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2021
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন