ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি : ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেনী পেশার মানুষ। পরে ১৫ আগস্টের শোক দিবসের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন অংশগ্রহন করেন। সভায় বক্তারা ১৫ আগস্টের তাৎপর্য নিয়ে বিস্তর আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত সকলকে বিচারের দাবী জানানা। এছাড়াও দিনটি পালনে শিশু একাডেমীর উদ্যোগে ভার্চৃুয়ালি শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, বাদ জোহর সরকারি শিশু পরিবার ও এতিমখানা সমূহে পবিত্র কোরআন তেলাওয়াত, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এদিকে জেলা শিক্ষা অফিস, জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমীর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালন করছে।
আপনার মন্তব্য লিখুন