২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

বঙ্গবন্ধুর প্রতি সরাইলের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবিড়িয়া)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সরাইল উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতির

সামনে শোকার্ত মানুষ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সরাইল উপজেলা প্রশাসন,আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে জমায়েত হতে থাকে। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয় জাতীয় শোক দিবসের কর্মসূচি। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সকাল ৮টার সময় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল- সার্কেল) এএসপি মো. আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড. নাজমুল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, পরিষদের মহিলা ভাইস- মোছা. রোকেয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, এড. জয়নাল উদ্দিন জয়, মো. মোস্তাফিজুর রহমান, হাজী মো. ইকবাল হোসেন, মো. কায়কোবাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, মো. মাহফুজ আলী,পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এড. আব্দুর রাশেদ।আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসন ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবিড়িয়া- ৩১২ আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) ফারহানা নাসরিন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো.নোমান মিয়া,সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বকর ছিদ্দিক, সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা, নিলুফা ইয়াছমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোছা, নাজমা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মকবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন।জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার ৪৬ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ককে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন করছে।প্রতিবছরের এই দিনের মতো আজও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী পালনের নানা কর্মসূচি গ্রহণ করা করেছে সরাইল উপজেলা প্রশাসন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2021
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন