“নিঃশ্বাস_নিবে_ব্রাহ্মণবাড়িয়া”
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ , ১৪ আগস্ট ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
বলছিলাম যে বাউনবাইরার কতার কার্যক্রম সরাসরি এসে দেখার মতো সময় হয়তো কারো হয় না। আজ হুট করেই Mahabubur Rahman Amil ফোন দিয়ে বললো ডেন্টাল সার্জনদের একটি টিম আমাদের কার্যক্রম দেখতে আসতে চায় আজ বিকেলে। তখন আমি Dental Surgeons Association of Brahmanbaria (DSAB) এর সেক্রেটারি Mustafizur Rahman Khan বিপ্লব ভাইকে ফোন করে কনফার্ম হলাম যে উনারা বিকেল ৫ টায় আমাদের অক্সিজেন ব্যাংক ও আমাদের কার্যক্রম দেখতে আসবেন। ঠিক বিকেল ৫ টায় ডেন্টাল সার্জন Nazmul Hasan Chowdhury ভাই, মোস্তাফিজুর রহমান খান ভাই, Dr-Md Pavel, ডা.সারোয়ার Saifullah Sarwaar এবং ডা.সাঈদুল বাকী আমাদের দক্ষিণমৌড়াইলস্থ বাউনবাইরার কতা অক্সিজেন ব্যাংকের মেইন ক্যাম্পে এসে উপস্থিত হন। এসে আমাদের খোঁজ খবর নিলেন, কার্যক্রম দেখলেন। প্রশংসা করলেন এমন উদ্যোগের। এবং উনারা শুধু আমাদের খোঁজ খবর কিংবা প্রশংসায়ই সীমাবদ্ধ ছিলেন না। আমাদের অক্সিজেন ব্যাংকের কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনার জন্য ডেন্টাল সার্জনস এসোসিয়েশান অব ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে নগদ ২৫০০০ ( পঁচিশ হাজার) টাকা আমাদের নিকট সহযোগিতা হিসেবে হস্তান্তর করেন।
উনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। আমাদের প্রতি আস্থা রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বাউনবাইরার কতা’র পক্ষ থেকে ডেন্টাল সার্জনস এসোসিয়েশান অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। বাউনবাইরার কতা আপনাদের পাশে থাকবে সবসময় ইনশাআল্লাহ।
সোহেল রানা, বাউনবাইরার_কতা_অক্সিজেন_ব্যাংক
আপনার মন্তব্য লিখুন