সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কির মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও
সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কির মৃত্যুতে
রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। (১৩ আগস্ট ) শুক্রবার বাদআছর সরাইল উপজেলার সদর ইউনিয়নের ছোট দেওয়ান পাড়া নিজ
গ্রামে ( উনার নিজ বাসভবনের সামনে) এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ছিলেন পরিবারবর্গ।
সরাইল উপজেলা ইসলামাবাদ (গোগদ) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এহসান উল্লাহ পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ সময় বক্তব্য রাখেন, সরাইল- আশুগঞ্জ নির্বাচন এলাকার সাবেক সংসদ এড. জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,সরাইল উপজেলা আওয়ামী লীগ আহবায়ক এড. নাজমুল হোসেন,সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, এড. কামরুজ্জামান আনসারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাশেদ, মো. শফিকুল ইসলাম (কানু)এড. তানবির হোসেন কাউছার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া,জাতীয় পাটি মো. রহমত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, এড. আশরাফ উদ্দিন মন্তু, উপজেলা সাবেক চেয়ারম্যান মো,শের আলম মিয়া,মো. মোস্তাফিজুর রহমান,মো, কায়কোবাদ, সঞ্চালনায় ছিলেন, মো. মাহফুজ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ,পানিশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.আমজাদ হোসেন, সরাইল সদর ইউপি সচিব মো.জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের দোয়ায় উপস্থিত হয়ে মরহুমের মাগফেরাত কামনা করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল- সার্কেল) এর এ এসপি মো. আনিছুর রহমান, সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সকলকের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য থাকে যে, গত ১০ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর শ্যামলিতে অবস্থিত বাংলাদেশ স্পেশিয়ালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। মরহুম ফরহাদ রহমান মাক্কী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের বাবা।
আপনার মন্তব্য লিখুন