ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের মহৎ উদ্যোগ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ সময়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ এর উদ্যোগে অভিজ্ঞ ডাক্তারদের সহযোগিতায় বিনামূল্যে টেলি মেডিসিন সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
প্রতিদিন ২৪ ঘন্টা যেকোন মুমূর্ষু রোগী বা করোনা ভাইরাসে আক্রান্ত রোগী উপরের ১০টি হটলাইন নাম্বারে কথা বলে ১০ জন অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন।
তাছাড়া মূমূর্ষু বা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ‘বাতিঘর’ এর উদ্যোগে ১০টি অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারদের পরামর্শ ক্রমে শ্বাসকষ্ট জনিত রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে।
২৪ ঘন্টা বিনামূল্যে রক্তদানের পাশাপাশি ‘বাতিঘর’ এর সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মরদেহ ও পরিচয়হীন ও অজ্ঞাত মরদেহের অন্তেষ্টিক্রিয়া বা দাফনকাজ করছি।
আপনি বা আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক পড়ুন, ঘরে থাকুন। সবাই সচেতন হউন।
সবাই করোনা ভাইরাসের ভ্যাক্সিনের জন্য রেজিস্ট্রেশন করুন৷ বিনামূল্যে ভ্যাক্সিন দিয়ে নিজে বাঁচুন, অন্যকে ভ্যাক্সিন দিতে উদ্বুদ্ধ করুন।
‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ এর পৃষ্ঠপোষকতায় আছেন নারীনেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত ও সার্বিকভাবে সহযোগিতা করছেন চিকিৎসক-সাংবাদিক ও সদর মডেল থানার পুলিশ ।
আপনার বা আপনাদের যেকোন সহযোগীর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।।
আপনার মন্তব্য লিখুন