সরাইলে ভ্রাম্যমাণ আদালতের-৯,৫,৫০ টাকা জরিমানা আদায় নতুন আক্রান্ত ৯ জন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ , ৪ আগস্ট ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় ধাপে ১৩ তম দিনে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে -৬ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে উপজেলা বিভিন্ন এলাকায় লকডাউন অমান্য ও মাস্ক ব্যবহার না করা পথচারী ও দোকানদার সহ ৬ জন কে ৯ হাজার ৫’শ ৫০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ফারহানা নাসরিন।
এদিকে জানাযায়,সরাইলে নতুনভাবে ৯-জন করোনায় আক্রান্ত(৪ আগস্ট) সরাইল উপজেলায় ২০ জনের করোনাভাইরাস নমুনা পরিক্ষা করা হলে শনাক্ত হয়-৯ জন। বুধবার সন্ধ্যায় সরাইল উপজেলা স্বাস্হ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে সর্বদা কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।এ ধারাবাহিকতায় বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ৯ হাজার ৫’শ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। করোনার ঝুঁকি এড়াতে এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন