একটি স্বার্থান্বেষী মহলের ডা: জাহাঙ্গীরের চিকিৎসাসেবা পছন্দ হচ্ছে না
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ , ৩ আগস্ট ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ইদানিং দেখা যাচ্ছে ডক্টর জাহাঙ্গীর এর চিকিৎসা সেবা নিয়ে কেউ প্রশ্ন তুলছেন তারা নিজেদের স্বার্থে জনকল্যাণকর চিকিৎসাতে ডক্টর জাহাঙ্গীর কে বিরত রাখার চেষ্টা করছেন।
নিম্নে ডা: জাহাঙ্গীর কবিরের চিকিৎসার কিছু নমুনা উল্লেখ করা হলো:
১) তিনি ফাস্টিং বা রোযা রাখতে বলেন।
২) তিনি ফাস্টফুড, প্রসেসফুড থেকে দূরে থাকতে বলেন
৩) তিনি ক্ষতিকারক সয়াবিন তেলের বদলে ঘানিভাঙ্গা সরিষার তেল সেবন করতে বলেন।
৪) তিনি অত্যাধিক শর্করা জাতীয় খাবার থেকে দূরে থাকতে বলেন।
৫) তিনি ফাস্টিং এর মাধ্যমে ইন্সুলিন রেজিস্টেন্স দূর করে ডায়বেটিসকে রিভার্স করেন।
৬) তিনি কিছু হলেই পানির মতো ওষুধ খেতে নিষেধ করেন।
৭) তিনি লাইফস্টাইল চেইঞ্জ করতে বলেন।
৮) তিনি রাত ১০/১১ ভিতরেই ঘুমাতে ও স্ট্রেস ফ্রী থাকতে বলেন।
৯) তিনি শরীর চর্চাকে অত্যাধিক গুরুত্ব দেন।
১০) তিনি রোযা ফাস্টিং এর মাধ্যমে মেটাবলিক সিন্ড্রোম দূর করেন।
১১) দিনে ৩০ মিনিট রৌদ্র থেকে ভিটামিন ডি নিতে বলেন।
১২) তিনি পেট ভরে আহার করতে নিষেধ করেন।
দেশের অন্যান্য ভালো ডাক্তাররা এতকিছু বলার সময় পান না অল্প সময়ে বেশি বেশি টাকা রোজগার ক্লিনিকের মালিকদের খুশি রাখতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীদের হয়রানি করতে দ্বিধাবোধ করেন না। উনারা শুধু পরীক্ষার উপর নির্ভর করেন। ডক্টর জাহাঙ্গীর পরীক্ষা- নিরীক্ষা ছাড়া এগুলো বলেন। তাই আমার প্রশ্ন এগুলো অপচিকিৎসা হলে চিকিৎসা কাকে বলে??
আপনার মন্তব্য লিখুন