লিবিয়ায় মানব পাচার: ভৈরবে গ্রেপ্তার ৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ , ২ আগস্ট ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে ভৈরব থেকে মাদক পাচারকারী তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো—নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামের মো. রানা মিয়া (৩০), ভৈরবের সম্ভুপুর রেলগেইট এলাকার মো. সাইফ মিয়া (২৩) এবং একই উপজেলার কালিকাপ্রসাদ এলাকার মো. কামাল মিয়া (৬০)।
জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়, মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রথমে তারা লিবিয়ায় মানুষকে পাচার করত। এর জন্য নেওয়া হতো তিন থেকে চার লাখ টাকা। লিবিয়ায় পাচারের পর বিদেশি পাচার চক্রের সঙ্গে যোগসাজশ করে তাদের জিম্মি করে নির্যাতনের ভিডিও পরিবারের লোকজনকে পাঠিয়ে আরও ছয় থেকে সাত লাখ টাকা আদায় করা হতো।
ওই র্যাব কর্মকর্তা জানান, ভিকটিমদের আত্মীয়স্বজন ভৈরব থানায় মানবপাচার বিরোধী আইনে মামলা করার পর জড়িতদের চিহ্নিত করতে তারা ছায়া তদন্ত শুরু করেন এরই ধারাবাহিকতায় ভৈরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হতো।
আপনার মন্তব্য লিখুন