ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ , ৩১ জুলাই ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দু’জনই পুরুষ। তাদের একজনের বয়স ৬০ বছর ও অপরজনের বয়স ৮৩ বছর।
শুক্রবার ভোররাতে ও দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৯৭ জন মৃত্যুবরণ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোঃ এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ ও ২৮ জুলাই তারা আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন।
তিনি বলেন, হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৫০ জনের বেশি করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে মোট ৭৩২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪৪৬১ জন করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
আপনার মন্তব্য লিখুন