সাংবাদিক বিটুর শ্বাশুরী ও ক্রীড়া সংগঠক কাউসারের মাতার ইন্তেকাল, প্রেস ক্লাবের শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক নিয়াজ মুহম্মদ খান বিটুর শ্বাশুরী হোসনে আরা বেগম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় সরাইলের শাহবাজপুরে মুন্সিহাটিতে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন দূরারোগ্য ব্যাধিতে ভোগতে থাকা হোসনে আরা বেগম। ইন্নালিল্লাহি…রাজিউন। তার স্বামী মরহুম গোলাম কাদের চৌধুরী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। গতকাল বাদ আছর শাহবাজপুর দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি এবং এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ যোগ দেন। পরে পারিবারিক গোরস্থানে তার মরদেহ সমাহিত করা হয় হয়। হোসনে আরা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ। প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য,সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু,কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা,দফতর সম্পাদক শাহজাহান সাজু,পাঠাগার সম্পাদক এইচ এম সিরাজ,ক্রীড়া ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান,কার্যকরী সদস্য মনির হোসেন ও ফরহাদুল ইসলাম পারভেজ এক শোক বার্তায় হোসনে আরা বেগমের মৃত্যুতে গভীর শোক জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে অপর এক শোক বার্তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ শহরের পুনিয়াউটের বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ খানের স্ত্রী এবং ক্রীড়া সংগঠক ও জেলা জাতীয় পার্টির নেতা আবু কাউসার খানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আপনার মন্তব্য লিখুন