২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্টিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ভার্চুয়ালে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার মো. আরিফুল হক মৃদুল+এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন- আইনশৃংখলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম, সরাইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আসলাম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন ইবনে হাবিব, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. নিলুফা ইয়াছমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: ফাতেমা বেগমসহ আইনশৃংখলা কমিটির সদস্যগণ বক্তব্য রাখেন।

এছাড়াও ভার্চুয়ালে যুক্ত হন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. রাজিব আহমেদ রাজ্জি, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. শরাফত আলী, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়া,

সভায় বক্তারা বৈশ্বিক করোনা মহামারি চরম আকার ধারণ করায় সরকার লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কাজ করে যাচ্ছেন। এরমধ্যে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তের হার আগের যে কোন সময়ের চেয়ে এখন আরো বেশী। করোনা ভয়ঙ্কর আকার ধারন করছে দিনকে দিন। মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে চলতে বার বার অনুরোধ করার পরও মানুষ কেন যেন উদাসীন।সাধারণ মানুষ অনেকে মাস্ক পড়তেই আগ্রহী নয়। অন্যান্য স্বাস্থ্যবিধি তো অনেক দুর। প্রচার-প্রচারণা করছে প্রশাসনের পক্ষে থেকে। তার মধ্যে সরাইল উপজেলা স্বাস্হ্য বিভাগে করোনা ভাইরাস এর নমুনা পরিক্ষা করে পজিটিভ হলেও তাদের কোন স্বাস্হ্য সচেতনতা বা আইসোলেশনে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি, করোনা রোগীদের আইসোলেশন নিশ্চিত করতে, মাদক-জুয়া কিছু হলেও, চুরি-ডাকাতি কমেছে, আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন।

এর পরেই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলে’র সঞ্চালনায় উপজেলা সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন