সরাইল নতুন এসিল্যান্ড ফারহানা নাসরিনে’র যোগদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ , ২৬ জুলাই ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ফারহানা নাসরিন।রবিবার (২৫জুলাই) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিনকে স্বাগত জানান।পরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিনকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।ফারহানা নাসরিন ইতিপূর্বে পঞ্চগড় ডিসি অফিসে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ির চরপাথালিয়া মুন্সীগঞ্জ গজারিয়া। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত।
সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন বলেন,এসিল্যান্ড হিসেবে সরাইল আমার প্রথম কর্মস্থল, আশা করছি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
আপনার মন্তব্য লিখুন