বিধিনিষেধ বাস্তবায়নে সরাইল প্রশাসনের অভিযান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
বিধিনিষেধ বাস্তবায়নে সরাইল প্রশাসনের অভিযান
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
লকডাউন সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে সরাইলের বিভিন্ন এলাকায় অভিযান চলমান। তৃতীয় ধাপে চলমান কঠোর লকডাউন এর দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়া সরাইল সদরসহ মহাসড়ক সংলগ্ন এলাকার উপজেলা প্রশাসন ছিলেন কঠোর অবস্থানে।লকডাউন তদারকি করার জন্য সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল সেনাবাহিনী একটি টিম নিয়ে আজ শনিবার সকাল থেকেই মাঠে ছিলেন। তিনি লকডাউন বাস্তবায়নে উপজেলা সদরসহ বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনার সময় সরকারি বিধি-নিষেধ না মেনে দোকানপাট খোলা, যানবাহন চালানো ও স্বাস্থ্যবিধি না মানায় ৭জনকে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট ১৮ শত টাকা জরিমানা আদায় করেন।এদিকে, সরকারী লকডাউন বিধি-নিষেধ বাস্তবায়নে সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন এর নেতৃত্বে সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়, কালিকচ্ছ বাজার, শাহবাজপুর বাজার, বাড়ীউড়া বাজার, সরাইল অন্নদা মোড়, উচালিয়াপাড়াসহ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিং এর মাধ্যমে জনসাধারন’কে সচেতন করে যাচ্ছেন। এবং এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়।আজ ২৪ জুলাই শনিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬ জন। এ নিয়ে করোনা আক্রান্তে ৬৭ জন আইসোলেশনে আছেন ।আজ ২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১৬ জন। গতকাল করোনা আক্রান্ত হয়ে এক জন মৃত্যুবরণ করেছেন।সরাইল উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া এসব তথ্য জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন