ঈদুল আযহা উপলক্ষে প্রিতি ফুটবল খেলা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
খুলনা প্রতিনিধি : শহিদুল ইসলাম: খুলনার ডুমুরিয়ায় চুকনগরে গন্জের বাজার যুব সংঘের উদ্যোগে প্রবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক প্রিতি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করা হয়। উক্ত ফুটবল ম্যাচ খেলার যে দুইটি দল অংশ গ্রহন করেন তার এক দিকে চিলো শক্তিশালী গন্জের বাজার যুব সংঘের সিনিয়র ফুটবল একাদশ। অপর দিকে চিলো শক্তিশালী গন্জের বাজার যুব সংঘের জুনিয়র ফুটবল একাদশ। উক্ত ম্যাচ খেলা শুরু হয় চুকনগর রহেল স্পোর্টিং ফুটবল মাটে ২৪/০৭/২০২১ রোজ শনিবার বেলা ৪ টার সময়। খেলাটি ৯০ মিনিট অনুষ্টিত হয়।
জুনিয়র ফুটবল একাদশ ০৬ গোল এবং সিনিয়র ফুটবল একাদশ ০৪ গোলে নিষপ্তি হয়।উক্ত খেলাটি দেখার জন্য হাজার হাজার দর্শক মাঠের চার ভিড় জমায়।খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি ,মাস্টার স.ম নাজমুল বারী।
উক্ত খেলা উদ্ভোদন করেন
৫নং আটলিয়া ইউনিয়নের ৪নং (চুকনগর সদর)
ওয়ার্ড সম্ভবও ইউপি সদস্য পদপ্রার্থী আলী আজগর (অনন্ত)সভাপতিত্ব করনে আমিনুল রহমান বুলবুল।
বিশেষ অথিতি হিসাবে ছিলেন জামির সরদার.আরও উপস্থিতি ছিলেন আনিছ সরদার,সাহাজান সরদার,মাসুম সরদার,কুদ্দুস সরদার,শরিফুল সরদার,জহুরুল, রুবেল প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন