পানিতে ডুবে ২ শিশুর করুন মৃত্যু।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
খুলনা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের মাদ্রাসা পড়ুয়া দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ জুলাই) বিকেলে আরাজি ডুমুরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
আমাদের প্রতিনিধি সুত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের আরাজি ডুমুরিয়া গ্রামের মফিজুল শেখের ছেলে সাজিয়াড়া সামছুল উলুম মদ্রাসার ছাত্র মাহিম (১০) এবং সিরাজুল শেখের মেয়ে ও সাজিয়াড়া মহিলা মাদ্রাসার ছাত্রী তাহা (৭) আজ বিকেলে বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজা-খুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই-বোন।
ঈদের দিনেই এমন ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
আপনার মন্তব্য লিখুন