কসবা গরুর বাজার: জেলা প্রশাসক বরাবর ইজারাদারের চিঠি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ , ২০ জুলাই ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,কসবা গরুর বাজার নিয়ে সংবাদের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর ইজারাদার মো সুহেল সরকার একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনুলিপিও প্রেরন করেছেন।
ইজারাদারের সুহেল সরকার সাক্ষরিত সাংবাদিকদের দেওয়া এক প্রতিবাদ বার্তায় বলেন, স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া,দর্পণ টিভি, ভোরের ডাক পত্রিকায় ‘ভারতীয় পশুর পাশাপাশি মানুষে সয়লাব কসবার গরুর বাজার?’ শিরোনামে প্রকাশিত সংবাদে আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে নয়নপুর গরুর বাজারকে উল্লেখ করে মনগড়া-তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে। আমি উক্ত মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্র-উদ্দেশ্যমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইজারাদারের সুহেল আরও বলেন, কসবা উপজেলার বায়েক ইউনিয়নে অবস্থিত নয়নপুর গরুর বাজার একটি সাপ্তাহিক হাট এটি সরকারি নিয়ম মেনে ইজারা দেওয়া হয়েছে।
মূলত ১৪২৬ বঙ্গাব্দে ইজারা মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। ১৪২৭ বঙ্গাব্দে ৩৮লক্ষ টাকা। এবছর আমি ৪১ লক্ষ টাকা দিয়ে নিয়ম মাফিক বাজারটি ইজারা পাই।গত লকডাউনে বাজার সম্পূর্ণ বন্ধ থাকলেও আমি কসবা উপজেলা প্রশাসনের নির্দেশ সম্পূর্ণ রুপে মেনে চলি।
নিউজে যেই দরখাস্তের কপি সংযোগ করা হয়েছে তা সম্পূর্ন ভূয়া উল্লেখ করে তিনি বলেন এলাকার কিছু দুষ্ট চরিত্র লোকের ষরযন্ত্রে এমন মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।
তিনি বলেন একটি মহল আমার এলাকার কৃতি সন্তান কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো: রাশেদুল কাউছার ভূইয়া জীবনের জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে পরিকল্পিতভাব মিডিয়া ট্রায়াল করছে।
তিনি মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্র-উদ্দেশ্যমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং আইন গত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনার মন্তব্য লিখুন