কসবাবাসীকে সাবেক ছাত্রনেতা ইব্রাহিমের ঈদ শুভেচ্ছা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ , ২০ জুলাই ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,ব্রাহ্মবাড়িয়ার কসবা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহীম। এক শুভেচ্ছা বার্তায় কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম বলেছেন, করোনা মহামারির মধ্যে আরেকটি ঈদ উদযাপন করতে যাচ্ছি আমরা। দিন দিন করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপ করতে হবে। কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এই দুর্যোগে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, মহামারি শুরুর পর থেকেই মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সার্বক্ষণিক কসবাবাসীর খোঁজ-খবর রাখছেন। অদৃশ্য করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। অসহায়-দুস্থদের সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকেও করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বলেছেন। এছাড়াও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবনও নিরলসভাবে কাজ করছেন এই অতিমারীতে।
আপনার মন্তব্য লিখুন