কসবায় গরু বাঁধার জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্হায় ১ যুবকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গরু বাঁধার জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় মো. শাহ আলম (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ জুলাই) রাত ১১টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহত শাহ আলম উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু বাঁধার জায়গা নিয়ে শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগ-বিতণ্ডা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন শাহ আলম।
পরে শাহ আলমকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে শাহ আলমকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, ঘটনার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় এরইমধ্যে মধ্যে মামলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন