ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ , ১৭ জুলাই ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদক: শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পৌরসভার অন্তর্গত ৪ হাজার ৬২১ জনের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। এর আওতায় প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।
এছাড়াও স্থানীয় ফারুকী পার্ক চত্বরে জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া ১২৫ জন বাক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার তেল, পিয়াজ, আলু, চিনি, সুজিসহ নানা উপকরন।
আপনার মন্তব্য লিখুন