সরাইল উপজেলা অফিস পাড়া এখন সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ , ১০ জুলাই ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা অফিস পাড়া নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে প্রায় ২৫টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলার সকল প্রশাসনিক কার্যালয়, ডাকবাংলো, উপজেলা চত্বর, গেইটের সামনে সহ গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরাগুলো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল তাঁর কার্যালয় থেকে নিজেই সরাসরি নিয়ন্ত্রণ করেন। ক্যামেরায় কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়লে ইউএনও সাহেব সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধান করেন।জানা যায়, উপজেলা সব প্রশাসনিক ভবনের ফটকসহ গুরুত্বপূর্ণ স্থানে গত মাসে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করা হয়। সরাইল উপজেলাকে একটি কার্যকর, সুশৃঙ্খল ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে ইউএনও মো. আরিফুল হক মৃদুল প্রতিবেদন’কে বলেন, ‘প্রথমত উপজেলা চত্বরে প্রধান অংশে যে কোনো ধরনের গ্যাঞ্জাম, চুরি, ছিনতাই, মারামারি বা অপরিষ্কার -অপরিচ্ছন্ন রয়েছে কিনা এসব বিষয় নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত, যে কোন হামলা রোধে প্রস্তুতিতে এবং অফিসের নিরাপত্তা বিধান করতে চাই। এছাড়া সেবা প্রর্থীরা এসে যাতে তাঁর গাড়িটা নিশ্চিন্তে রেখে সেবা নিতে পারেন, সেজন্য এই ব্যবস্থা। সরাইল উপজেলা কে একটি নিরাপদ ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলার জোর প্রচেষ্টা অব্যাহত আছে।পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতা আরো বাড়ানো হবে বলেও ইউএনও জানান। ’সিসি ক্যামেরা স্থাপনের সুফল প্রসঙ্গে ইউএনও বলেন, ‘সিসি ক্যামেরার মাধ্যমে আমরা ছিনতাইকারীর গাড়ির নম্বর বের করতে পারবো।
আপনার মন্তব্য লিখুন