২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

খুলনা ডুমুরিয়ায় শোলমারি গেটের মুখে বালি বোঝাই বলগেট : পানি নিষ্কাশনে বাঁধা 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ , ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃ শহিদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ অতি বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া অঞ্চল যখন প্লাবিত হওয়ার আশঙ্কা ঠিক সেই মুহুর্তে বৃহস্পতিবার শোলমারি ১০ ভেন্টের স্লুইস গেটের মুখে বালি ভর্তি একটি বলগেট আড়াআড়ি করে রেখেছে খুলনার এক বালি ব্যবসায়ি। এতে ভাটায় পানি নিষ্কাশনে ব্যাপক বাঁধা সৃষ্টি হচ্ছে।

জানা যায়, উপজেলার রংপুর, গুটুদিয়া ও ডুমুরিয়াসহ বিল ডাকাতির পানি নিষ্কাশনের একমাত্র পথ শোলমারি নদী। এই নদী দিয়ে কাজিবাছা নদীতে পানি প্রবাহিত হয়। চলতি বর্ষা মৌসুমে অতি ভারি বর্ষনে এলাকার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে। এই সময় শোলমারি ঘাটে ১০ ভেন্টের গেটের মুখে জনৈক এক বালি ব্যবসায়ীর বালি বর্তি বলগেট দাড় করে রাখা হয়েছে। যার কারনে ভাটায় সঠিক ভাবে পানি নিষ্কাশনে বাঁধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে বালি ব্যবসায়ী এনায়েত হোসেন বলেন বলগেটটি ভাটায় বেঁধে গেছে। জোয়ারে সরিয়ে নিবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল ওয়াদুদ বলেন, আমি ওই বালি ব্যবসায়ীর সাথে কথা বলেছি সে আমাকে বলেছে দ্রুত সরিয়ে নিচ্ছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন