গরিবের খোঁজে সরাইল ইউএনও
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ , ৭ জুলাই ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে রাতদিন বিরামহীন কাজ করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল। করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন ইউএনও। এছাড়াও এ পরিস্থিতিতে জীবন রক্ষায় সবাইকে মাস্ক পরতে যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাধ্য করছেন তিনি।
এদিকে বর্তমান পরিস্থিতিতে লকডাউনের কারণে হতদরিদ্র মানুষ যারা খাদ্য সঙ্কটে বেকায়দায় পড়েছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন ইউএনও আরিফুল হক মৃদুল। চলতি লকডাউনে কোনো মানুষ যেন খাদ্য সঙ্কটে কষ্ট না করে, সেইদিকে বিশেষ নজর দিয়েছেন জনবান্ধব এই ইউএনও। গরিব অসহায় মানুষের ঘরে ঘরে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিতে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন তিনি।
ইউএনও আরিফুল হক মৃদুল উপজেলাবাসীর উদ্দেশ্যে বরাবরই বলে আসছেন, “বতর্মান পরিস্থিতিতে আপনারা নিজে বাঁচুন; পাশাপাশি অন্যকে বাঁচাতেও সহযোগিতা করুন।” করোনায় লকডাউনে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, চা দোকানি ও সড়কের পাশে ভাসমান দোকানিদের বাড়িতে খাবার আছে কি-না; এসব ব্যাপারেও খোঁজ নিচ্ছেন। এছাড়াও অসহায় গরিব মানুষের ঘরে খাবার আছি কি-না; ঘরে ঘরে লোক মারফত খোঁজ খবর নিচ্ছেন ইউএনও। তাঁর এই ইতিবাচক কর্মকাণ্ডে খুশি উপজেলার নানা পেশার মানুষ।
আপনার মন্তব্য লিখুন