২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ২ জুলাই ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি, স্টাফ রিপোর্টার: করোনার সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে সরকার ঘোষিত লকডাউন। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বন্ধ থাকে গণপরিবহন, শপিংমল, মার্কেটসহ বিভিন্ন দোকান পাট।

সরেজমিনে দেখা যায়, জেলা সড়কে পণ্যবাহী ট্রাকসহ ছোট আকারের যান-বাহন চলাচল করছে।লকডাউনের কারণে শহরে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কম দেখা গেছে।এছাড়াও প্রধান সড়কগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও অলিগলিতে দোকানপাট খোলা থাকতে দেখা যায়।

এদিকে লকডাউন বাস্তবায়নে জেলায় টহল চালিয়ে যাচ্ছে, সেনা বাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপুরে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে এ টহল পরিচালিত হয়। তারা সদর হাসপাতাল রোড, টি,এ রোড, কাউতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে চলাচল করা বিভিন্ন ছোট যান আটক করে তা চলাচলের কারণ জানতে চান। পাশাপাশি যারা ঘর থেকে বের হয়েছে তারা কি কারণে বাইরে ঘুরা ফেরা করছে তার কারণ জানতে চান এবং করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে তাদের অবহিত করেন।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, লকডাউন কঠোর ভাবে পালন করতে মাঠে সেনাবাহিনীর টিম ছাড়াও ৩প্লাটুন বিজিবি, র‌্যাব, ৫ শতাধিক পুলিশ এবং ৩০/৩৫টি ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে।

প্রসঙ্গত, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এছাড়া গত ২৪ ঘন্টায় নুতন করে সুস্থ হয়ছে ২৬। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭৭১ জন রোগী। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারাগেছে ৬২ জন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন