২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

রাজধানী কিছু সড়কে দেখা গিয়েছে সড়কে যান চলাচল,

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ , ৩০ জুন ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃআজমাইন মাহতাবঃ কঠোর লকডাউনের ৩য়দিন আজ সকালে অফিস যাওয়ার সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনের উপস্থিতির ভিন্নতা দেখা গেছে। কোথাও যানবাহনের চাপ বেশি, কোথাও কোথাও রয়েছে ফাঁকা। বিশেষ করে যেসব এলাকায় চাকরিজীবী মানুষের বসবাস বেশি, সেসব এলাকার সড়কগুলোতে ভিড় দেখা গেছে।

সকালে কাওরানবাজার এলাকায় যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেছে। তবে কলেজগেট, আসাদগেট, ধানমন্ডি-২৭, ধানমন্ডি-৩২, বিজয় সংলগ্ন পুলিশের চেকপোস্টে দেখা গেছে যানবাহনের ভিড়। স্বাভাবিক সময়ের মতোই যানবাহনের উপস্থিতি ছিল এসব এলাকায়।
রাজধানীর কিছু কিছু সড়কে গাড়ির চাপ বেশি
কলেজগেট চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সদস্যরা সড়কে তারকাটার বেরিক্যাড দিয়ে সংকুচিত করে রেখেছেন। এ কারণে সেখানে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। চেকপোস্টটি অতিক্রম করতে তিন থেকে চার মিনিট সময় অপেক্ষা করতে হচ্ছে।

দায়িত্বরত পুলিশ সদস্য আসাদুজ্জামান বলেন, আমরা প্রতিদিনের মতো আজও যানবাহন তদারকি করছি। সকালের অফিস সময়ে যানবাহনের চাপ একটু বেশি থাকে। এই সময়টায় ব্যক্তিগত গাড়ির চাপ বেশি দেখা যায়। সাড়ে ১০টার পর থেকে কমতে থাকে। বিনা কারণে কোনও যানবাহন সড়কে বের হচ্ছে কিনা তা দেখাশোনা করছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন