২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হও : প্রধানমন্ত্রী, তার প্রতিচ্ছবি যেন পল্ট্রী খামারী বজলুর রহমান।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ , ৩০ জুন ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

খুলনা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম।চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হও : ( প্রধানমন্ত্রী )এমন কথার প্রতিচ্ছবি যেন খুলনা ডুমুরিয়া উপজেলার ৬ নম্বর মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ছেলে মোঃ বজলুর রহমান। তিনি আমাদের প্রতিনিধি কে জানান ১৯৯৫ সালে S S C পাস করে কনো চাকরি না খুজে ছোট এবং স্বল্প পরিসরে নিজের উদ্যোগে স্যার এবং কীটনাশকের ব্যবসা শুরু করেন ।

পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে শখের বশে ছোট করে একটি পোলট্রি খামার তৈরি করেন। পোল্ট্রি খামারের ব্যবসায় সফলতার দেখা পেতে থাকেন। আস্তে আস্তে খামারের প্রসার বৃদ্ধি করতে থাকেন। এভাবে হাটি হাটি পা পা করে কেটে যায় ২৫ বছর। এখন তার খামারে কয়েকটি প্রজেক্ট আছে বলেন যেমন ডিম উৎপাদন মাংসের চাহিদা পূরণের জন্য রেডি মুরগি উৎপাদন এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন নিজের ডিম ফোটানোর ইনকিউবেটর মেশিন দ্বারা।

নিজের খামারে চাষ করেন এই মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চা আবার দেশের বিভিন্ন স্থানে খামারিদের কাছে ডেলিভারি দেন। এমন কি মুরগির খাবার ও তিনি নিজের মত করে মানসম্মত ভাবে তৈরি করে। তার খামারে সোনালী, লিয়ার, ব্রয়লার বিভিন্ন ধরনের মুরগি উৎপাদন হয় ।

বর্তমানে তার খামারে ১০/১২জন শ্রমিকের কর্মসংস্থান হয় বলে জানান তিনি আরো বলেন এলাকা ছাড়া অনেকেই আবার বাহিরের মানুষ আমার কাছে পরামর্শ নিতে আসে খামার করার জন্য।
আমি তাদের সঠিক পরামর্শ টা দিয়ে থাকি তারাও যেনো আমার মত সঠিক উদ্যোক্তা হতে পারে।

যদি কোন খামারীদের মুরগির বাচ্চার প্রয়োজন হয় বা নিতে চায় তারা আমার নিকট থেকেও নিতে পারবে ন‍ায‍্যমূল্যে ডেলিভারি দিতে পারবো।

কিন্তু সর্বশেষে জানান বর্তমান দেশে মহামারী করনার ছোবলে নাস্তানাবুদ জনজীবন। অর্থ সংকটে প্রতিটি মানুষ। সেইসাথে চলছে দেশে লকডাউন গাড়ি চলাচল ব্যবস্থা ভালো না থাকাই মুরগি বিক্রয় এর জন্য রেডি করলেও দাম ভাল পাচ্ছি না তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রতিনিয়ত। যদি দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং লকডাউন উঠে যায় তাহলে আবারো ভাল লাভবান হবো বলে আশা করছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন