সরাইলে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ , ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পর্যায়ে ‘দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (SOD)-২০১৯’ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকাল দশটায় সরাইল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামএর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালে সভায় যুক্ত হয়েছেন,
দুর্যোগ ব্যবস্হাপনা ত্রাণ মন্ত্রণালয় উপ- সচিব লুৎফুন নাহার, উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন,
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম,
কর্মশালায় বক্তব্য দেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা,মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা বেগম, উপজেলা প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী মো. মকবুল হোসেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নাজিম খান, সরাইল ফায়ার ষ্টেশন অফিসার ( ভারপ্রাপ্ত) রিয়াজ মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম,উপজেলা সমাজ- সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা বেগম,ব্র্যাকে’র জেলা অফিসার বিভাস কিশোর দাস,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর সালাম, উপজেলা দারিদ্র্যবিমোচন কর্মকর্তা, কাজী আব্দুল মোমেন,উপ-সহকারী প্রকৌশলী, মোঃ সালাহ উদ্দিন,
সদর ইউপি সচিব মো. মাহবুবুল ইসলাম ঠাকুর জুয়েল প্রমুখ।এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সদস্য, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও এনজিও কর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন