২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামী ০১ জন গ্রেফতার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ , ২২ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

খুলনা জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম।খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস, এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন অবস্থান করছে মর্মে জানতে পেরে ২১/০৬/২০২১ ইং তারিখ ০৬.১৫ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল খুলনা জেলার তেরখাদা থানাধীন ইখড়ি গ্রামস্থ খুলনা হইতে তেরখাদাগামী রাস্তার পূর্ব পাশে তেরখাদা ব্র্যাক অফিসের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামি ১। মোঃ মেজবাহ উদ্দিন ওরফে মইন উদ্দিন (২৯), পিতা- মোঃ হেদায়েত মোল্যা, মাতা-জাকিয়া সুলতানা, সাং-পূর্ব কাটেংগা, থানা-তেরখাদা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামী মোঃ মেজবাহ উদ্দিন ওরফে মইন উদ্দিন (২৯) এর পরিহিত থ্রি কোয়ার্টার প্যান্টের সামনের ডান পকেট হইতে ০১ (এক) টি সাদা স্বচ্ছ এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত ১০৫ (একশত পাঁচ) পিচ হালকা কমলা রংয়ের কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বের করে দেন। এসআই (নিঃ) সৌরভ কুমার দাস উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে ২১/০৬/২০২১ ইং তারিখ ০৬.৩৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে তেরখাদা থানার মামলা দায়ের করেন।যার নং- ১৩, তারিখ- ২১/০৬/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার নামে ০৪ টি মাদক আইনে মামলা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন