১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি হাসপাতাল থেকে ৬ দালাল আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ , ১৭ জুন ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য এবং কিশোর কুমার।

অভিযানে ৬জন চিহ্নিত দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের জেল দেওয়া হয়।

আটককৃত দালালরা হলেন, সদর উপজেলার সুহিলপুরের আব্দুল্লাহ (৪০), জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রাসেল বকসি (২৭), পশ্চিম মেড্ডা শরীফপুরের শিপন (২৭), হালদারপাড়ার মামুন (৪৫), নবীনগরের মহেশপুরের শাহ-পরান (২০) ও কসবা মূলগ্রামের ছোটন (৩৫)।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দালালদের বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে হাসপাতালে অভিযান চালিয়ে ৬জন দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দালালদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে ওষুধ কোম্পানি প্রতিনিধি ও দালালের দৌরাত্ম্য কমাতে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন