সুনামগঞ্জের জামালগঞ্জে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ , ১৫ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সুনামগঞ্জ থেকে মোঃ শাহীন আলমঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর গৃহহীনদের গৃহায়ন প্রকল্প -২ এর উদ্যোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, এলজিইডি সহকারী প্রকৌশলী মো. আনিসুরজ্জামান আনিস, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাচনা বাজার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি শাহীন আলম, কোষাধ্যক্ষ বাপ্পী বর্মন, সাবেক সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও বিশ্বজিত দেব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান উপলক্ষে ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাটামো সংস্কার (কাবিটা) কর্মসুচীর আওতায় জামালগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ১৪৬টি, ২য় পর্যায়ে ৫৫টি সহ ২৯৬টি এবং ৫টি ঘরের কার্যক্রম চলমান রয়েছে এ নিয়ে সর্বমোট ৩০১টি ঘর নির্মাণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন