২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

শাশুড়ী গৃহবধূর চুল কেটে দেওয়া মিথ্যা অভিযোগ, ফেইসবুকে তোলপাড় # সত্য উদঘাটনে পুলিশ।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ , ১৫ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

#সত্য_উদঘাটনে_থানা_পুলিশ

ময়মনসিংহের ধোবাউড়ায় দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নের সোহাগীপুর গ্রামে ঘটে যাওয়া নাটকীয় ভঙ্গিতে নিজের চুল কেটে বৃদ্ধ অসহায় শাশুড়ীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেন এক গৃহবধূ।

নাটকীয় এমন মিথ্যা নগন্য অভিযোগ কিছু সময়ের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তোলপাড় শুরু হয় এবং ধোবাউড়া থানা পুলিশের দৃষ্টিগোচর হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশে তদন্ত শুরু করে ধোবাউড়া থানা পুলিশ।

তদন্তে বেরিয়ে আসে অভাবনীয় তথ্য! সংসার না করা এবং শাশুড়ীকে হয়রানি করতে গৃহবধূর এমন মিথ্যা অভিযোগ! নিজের মুখে স্বীকার করলেন মিথ্যা অভিযোগকারী এ নারী।

সন্ধ্যারাতে নিজের ঘরে বসে অন্যঘর থেকে কাঁচি এনে নিজেই চুল কাটেন এই অভিযোগকারী।
উদ্ধার করা হয় কাটা চুল এবং কাঁচি।

শাশুরী চুল কাটার মিথ্যা অভিযোগ করা গৃহবধূর বিরুদ্ধে শাশুরী কোন অভিযোগ না করায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়নি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন