২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ , ১৪ জুন ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি, স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মায়ের সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু মৃত্যু হয়েছে।।

সোমবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে বাড়ির পশ্চিম পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

তাবাসসুম মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের পূর্বপাড়া এলাকায় সিরাজুল ইসলামের মেয়ে।

তাবাসসুমের ফুফু জানান, দুপুর আড়াইটার দিকে বাড়ির পশ্চিম পাশের পুকুরে তাবাসসুমের মা তানিয়ার সাথে গোসল করতে যায়। পরে হঠাৎ তাবাসসুম পানিতে ডুবে যায়। তাবাসসুমকে অনেক খোজাখুজি করে পানির তলা থেকে অসচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাবাসসুমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

তিনি আরও জানান, মেয়েটির ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় শ্বাসনালী বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃত্যুর কথা শুনে পরিবারের লোকেরা তাবাসসুমের মরদেহ নিয়ে চলে যায়।

এব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জেনেছি ৫ বছরের একটি মেয়ে শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন