২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ফোরামের মানববন্ধন।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ , ১২ জুন ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কার করে রেলসেবা চালুর দাবি জানিয়েছে নাগরিক ফোরাম। আজ শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন নানা শ্রেণি-পেশার মানুষ।

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সস্পাদক জাবেদ রহিম বিজন, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন, প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিন শাহীন, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, পূর্বাঞ্চল রেলপথের গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটির কার্যক্রম দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এ স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি করছে না। এতে করে প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াতকারী কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। মানুষের এই দুর্ভোগ লাঘবে আগামী ২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেবা চালু না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন