৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল পুলিশের অভিযানে শাহবাজপুর থেকে গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ , ১১ জুন ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সরাইল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার শাহবাজপুর থেকে ৪ কেজিগাঁজাও ৬ হাজার ৫ শত নগদ টাকাসহ মা-ছেলে’কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সুত্রে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর দিকনির্দেশনা সিনিয়র সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল এর এ এসপি মো. আনিছুর রহমানে’র সার্বিক তত্ত্বাবধানে, সরাইল থানা ওসি মো. আসলাম হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১০ জুন এস আই মো.ফায়জুর রহমান, এ এস আই মো.জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল থানাধীন শাহবাজপুর বড় মৌলভী পাড়া এলাকা হতে, জাহাদা খাতুন প্রকাশ জাহেদা (৬৫), স্বামী- মৃত দুলাল মিয়া প্রকাশ বাইল্লা, গ্রাম- শাহবাজপুর (বড় মৌলভীপাড়া পুকুরপাড়) গ্রেফতার কৃত অপরজন বিল্লাত আলী প্রকাশ দেলোয়ার দেলু (২৭), পিতা- মৃত দুলাল মিয়া প্রকাশ বাইল্লা, গ্রাম- শাহবাজপুর (বড় মৌলভীপাড়া পুকুরপাড়) সরাইল থানা জেলা ব্রাহ্মণবাড়িয়া। ৪ (চার) কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৬ হাজার ৫ শত টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে,সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন মাদকের বিষয়ে সরাইল থানা জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন,
মাদক বিরোধী অভিযানে শাহবাজপুর থেকে চার কেজিগাঁজা ও ৬ হাজার ৫ শত টাকাসহ মা- ছেলে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি বলেন, তাদেরকে নিয়মিত মামলায় রুজু করে, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন