নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা মাহবুবুল আলমের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ , ১১ জুন ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার:বৃহস্পতিবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা প্রয়াত মাহবুবুল আলমের ১৩তম মৃত্যুবার্ষিকী অনুষ্টিত হয়। নবীনগর উপজেলার দৌলতপুর দাখিল মাদ্রসা প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ১১ জুন শুক্রবার নবীনগর উপজেলার দৌলতপুর দাখিল মাদ্রসা প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
উল্লেখ্য, প্রয়াত মাহবুবুল আলম ১৯৪৮ সালের ২১অক্টোবর নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ১০ জুন শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৬৪ সালে নবীনগর উচ্চবিদ্যালয় থেকে মেট্রিক, ১৯৬৭ ও ’৬৯ সালে ভৈরব হাজী আসমত কলেজ থেকে আই,কম এবং বি,কম পাশ করেন। ১৯৬২সালের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রজীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬৫ সালে হাজী আসমত আলী কলেজ ছাত্রলীগের সদস্য ও ৬৮ সালে সহ-সভাপতি এবং ৬৯’ সালে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭০সালে তিনি নবীনগর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। ১৯৭২-৭৩ সালে নবীনগর থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামীলীগের সদস্য মনোনীত হন। ১৯৭৬ সালের ৩১ডিসেম্বর জরুরী আইনে গ্রেপ্তার হন এবং ৭৭সালের ২৮ মে মুক্তি লাভ করেন। ৭৯ সালে নবীনগর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
১৯৮২সালের ২২ জুন তিনি পুনরায় গ্রেপ্তার হন এবং ৮৩সালের ১৭ মার্চ মুক্তি পান। ১৯৮১সালে নবীনগর থানা কৃষক সমবায় সমিতির সভাপতি ও ৮৫’সালে ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৮৪ সালে নবীনগর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ১৯৯২ সালে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। মাহবুবুল আলম বিভিন্ন মেয়াদে নবীনগর পইলট উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ দ্যিালয়ের ম্যনেজিং কমিটির নির্বাচিত সদস্য ও সহ-সভাপতি ছিলেন।
আপনার মন্তব্য লিখুন