সরাইলেতে বয়স্কদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ , ৭ জুন ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সিদ্বেশ্বরী গ্রামের বয়স্কদের মাঝে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে” দেশীয় বাদ্যযন্ত্রের জমকালো আয়োজন ” গানে গানে সুরে “জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া” ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া”
‘খেলবে বয়স্করা ফুটবল-উৎসাহীরা সব মাঠে চল’ মাদক, জুয়া মুক্ত সমাজ চাই —এ স্লোগান সামনে রেখে, রোববার ( ৬ জুন) বিকাল সাড়ে চারটির দিকে সরাইল উপজেলা সিদ্বেশ্বরী এলাকার প্রবাসী ও যুবকদের আয়োজনে গ্রাম্য মাঠে আনন্দ উৎসবে বয়স্কদের মাঝে ফুটবল প্রীতি খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় সিদ্বেশ্বরী বন্দের বাড়ি ফুটবল টিম এবং সড়কের বাড়ি ফুটবল টিম প্রীতি খেলায় অংশ নেয়।
বয়স্কদের খেলায় বন্দের বাড়ি ফুটবল টিম ০-সড়কে বাড়ি ফুটবল টিম ০ গোলে খেলাটি ড্র হয়েছে।
সিদ্বেশ্বরী গ্রামের ফুটবল প্রেমী মো. ফাহাদ ও পারভেজ এর সার্বিক পরিচালনায় উদ্বোধনী খেলার সভাপতি ছিলেন, কালিকচ্ছ ইউপি সদস্য আবু তালেব মেম্বার।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরাফত আলী,বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সমাজ সেবক আব্দু নুর সহ এলাকার মুরুব্বিরা উপস্থিত ছিলেন। খেলার আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
“না বললে না, গ্রামের নওজোয়ান এক্যবদ্ধ হয়ে সারি সারি লাল সবুজে জার্সিতে, ৫০-৬০ বছরের বয়স্ক খেলোয়াড়রা মেতেছেন তারা, খেলা দেখে আনন্দ- উৎসাহ আমাদের অনেক বছর পর ভালো লাগছে।
অনুষ্ঠিত বয়স্কদের ফুটবল খেলায় রেফারি ছিলেন মো. রবি আলী।
আপনার মন্তব্য লিখুন