২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

৫ হাজার ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ , ৫ জুন ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল আকন্ঞ্জি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫ হাজার ৭০ ইয়াবাসহ গাজী জিয়া উদ্দিন বাবলু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

শুক্রবার (৪ জুন) দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক বাবলু কুমিল্লার বুড়িচং উপজেলার মজলিশপুর গ্রামের মৃত কাজী মনিরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায় র‍্যাব। এসময় রাত ১টার দিকে ঢাকাগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবলুকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু জানায়, তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা নিয়ে আসতেন। এরপর এগুলো দেশের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিলেন।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন