২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা ইরানের

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , ৩১ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নাশকতামূলক হামলার জবাবে ইরান তার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় শতকরা ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছে।
এ ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকা ও ফ্রান্স। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এ ঘটনাকে ‘উসকানিমূলক’ আখ্যায়িত করার পাশাপাশি বলেছেন, জো বাইডেন প্রশাসন এখনও ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী।

ইরানের এক ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধরণের মাত্রা তিনগুণ বাড়িয়ে দেওয়ার ব্যাপারে মার্কিন সরকার উদ্বিগ্ন বলেও জানান সাকি।
ইরান এ পর্যন্ত সর্বোচ্চ ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।

হোয়াইট হাউজের মুখপাত্র দাবি করেন যে, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে চায়।

এদিকে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে নাশকতামূলক হামলা হয় সে ব্যাপারে কোনও প্রতিক্রিয়া না জানালেও ইরানের নতুন ঘোষণার ব্যাপারে মুখ খুলেছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্টের প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ইরান ৬০ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা জানায় প্যারিস।

এর আগে ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মঙ্গলবার বিকালে ঘোষণা করে বলেন, তার দেশ বুধবার থেকে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।

তিনি ইরানের প্রেস টিভিকে জানান, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ শুধুমাত্র বদল করা হবে না বরং ইরান সেখানে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2021
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন