২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কুমিল্লায় অনৈতিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে নারী অপহরণকারী সহ ৬ জন আটক।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ , ৩১ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

কুমিল্লায় এক রঙ মিস্ত্রিকে অনৈতিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে নগরীর একটি বাসায় নিয়ে যান নারী অপহরণকারী। পরে ওই রং মিস্ত্রির স্বজনদের ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন পুলিশ।।

গ্রেফতারকৃতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ এলাকার সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া, নগরীর দক্ষিণ চর্থার কনু মিয়ার ছেলে মাহবুবু মিয়া, কোতয়ালি থানার ঝাকুনিপাড়ার মোস্তফার ছেলে রাসেল, একই থানার সংরাইশ এলাকার আলমের স্ত্রী আরজু, নূরপুরের সুমনের স্ত্রী সেলিনা ও নবগ্রামের সুমনের স্ত্রী জ্যোৎস্না বেগম।

জানা যায়, চৌদ্দগ্রামের রং মিস্ত্রি ইয়াছিন রোববার সকালে কুমিল্লা শহরে আসেন। এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা নারী প্রতারককে দিয়ে কোতয়ালী থানার বিএ মজুমদার সড়কের ইকবাল ভিলায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন। তারা বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায়।

বিষয়টি জেনে পুলিশ সুপার ফারুক আহমেদ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন। গোয়েন্দা পুলিশের এসআই পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী প্রতারক রয়েছেন।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করি। এ চক্রের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2021
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন