বাউনবাইরার কথা প্রজেক্ট-৪ এর উদ্যোগে এক অসহায় পরিবারকে ৩টি ছাগল হস্তান্তর।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ২৮ মে ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
বাউনবাইরার কথা প্রজেক্ট স্বাবলম্বী-৪, ২০২১ এর সংগৃহীত অনুদান দ্বারা একটি অসহায় পরিবারকে তিনটি ছাগল প্রদান করা হয়েছে।
আজ ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর গ্রামের স্বামীহারা শাহানা বেগমকে তিনটি ছাগল প্রদান হয়েছে। জানা যায় তার স্বামী অনেক আগেই তাকে রেখে অন্য একটি বিয়ে করে চলে গেছেন। তার ১০ বছরের একটি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। দিনমজুর বাবার বাড়ির অবস্থাও ভালো না।
পারিবারিক কোন ইনকাম না থাকায়, শাহানা বেগম অন্যের বাড়িতে কাজ করে ছোট ছেলেকে নিয়ে কোনোমতে খেয়ে না খেয়ে দিনাতিপাত করে যাচ্ছেন। এই বিষয়টি বাউনবাইরার কথা জানতে পেরে খোঁজ খবর নিয়ে তাদের প্রজেক্ট স্বাবলম্বী- ২০২১ ইং এর অনুদান দ্বারা শাহানারা বেগমকে স্বাবলম্বী হওয়ার জন্য তিনটি ছাগল প্রদান করা হয়। বাউনবাইরার কথার একটি টিম শাহানা বেগমের বাড়িতে গিয়ে ছাগলগুলো হস্তান্তর করেন।
ছাগলগুলো পেয়ে শাহানা বেগম ও তার ছেলের চোখেমুখে আত্মতৃপ্তির প্রতিচ্ছবি ফুটে উঠে, তিনি এই মহৎ কাজে যারা শরীক হয়েছেন তাদের জন্যে মন ভরে দোয়া করেন এবং বাউনবাইরার কথার সবাইকে ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য লিখুন