দেবিদ্বারে প্রতিবন্ধী মীম’কে হুইল চেয়ার উপহার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ , ২৭ মে ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদক: পুলিশই জনতা স্লোগানকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান নানা মানবিক কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শারীরিক প্রতিবন্ধী মোসাঃ মীম আক্তার (১২)কে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে।
সোমবার (২৪মে) দুপুরে দেবিদ্বার থানা কার্যালয়ে অফিসার ইনচার্জ আরিফুর রহমান এর উদ্যোগে কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এ প্রতিবন্ধী শিশুটিকে প্রতিবন্ধী স্কুলে ভর্তির জন্য উৎসাহিত করে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়। হতদরিদ্র ও অসহায় পরিবারের প্রতিবন্ধী মীম দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরংঙ্গী গ্রামের মাসুদ রানার এর মেয়ে।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ওসি মোঃ আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ ছমিউদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, টেলিভিশন জার্নালিষ্ট এসোশিয়ান সাধারণ সম্পাদক, মাইটিভি কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফ উদ্দিন রনি, ব্লাড ফর দেবিদ্বার সভাপতি সাংবাদিক আনোয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বিল্লাল হোসেন, সহ-সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিব, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন বাপ্পু, মোঃ অলিউল্লাহ প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন