৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

স্টেশন চালু করতে বলাটাও আমাদের লজ্জার!!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ , ২৬ মে ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এই যে প্রথম ছবিতে জেলার বাইরে থেকে পড়তে আসা তৌহিদী ভাইয়েরা স্টেশনটা ভেঙ্গে মোদিকে ইন্ডিয়া ফেরত পাঠায়া দিচ্ছে আর ২য় ছবিতে আমরা যারা ট্রেনে প্রতিদিন সকালে ঢাকা গেলে রাতে ফিরে আসার কাজটা করতাম, আমরা যে পুতুলের মত তাকিয়ে তাকিয়ে দেখছি। আমরা আবার কোন মুখে স্টেশনে ট্রেন চলুক কথাটার দাবি জানাই। আমি তো লজ্জায় কথাটা যে লিখব সেই সাহসটাও পাচ্ছি না। আমরা ৫ শতাধিক মাদ্রাসা বানাইলাম। আমরাই খাবার দিচ্ছি। আবার তারা এসে আমাদের সম্পদ নষ্ট করে দিয়ে যাবে, আমরা চেয়ে চেয়ে দেখব? আবার আমরাই ট্রেন থামারও দাবি জানাব? একবার তো ২০১৬ সালে ক্ষমা করেছে রেলওয়ে, তাই বলে কি বাববার? আমি হলফ করে বলতে শহরের কোন ছেলে হলে শতবার ভাবতো৷ কারন স্টেশনটা আমাদের কাছে শুধু ট্রেনে আসা-যাওয়ার জায়গা নয়। শহরের প্রায় প্রতিটা ছেলেই কখনও বা কখনও এখানে বন্ধুমহল নিয়ে আড্ডা দিয়েছে। অনেকেরই শৈশবের স্মৃতি রয়েছে এস্থানটিতে।

এতক্ষণ যা বললাম তা হলো মনের দুঃখের কথা। দিনশেষে আমিও চাই দ্রুত স্টেশনটি চালু হোক। ফিরে পাক তার পুরোনো ব্যস্ততা। তবে আর যেন এভাবে জেলার বাইরে থেকে এসে কোন অসভ্য জেলাবাসীক সীমাহীন দূর্ভোগে ফেলতে না সেদিকে সকলকেই সচেতন থাকতে হবে। আন্দোলনের প্রয়োজন হলে আন্দোলন একশতবার কর, কিন্তু আমাদের সম্পদ বিনষ্ট করে নয়।

  1. লেখক- মনিরুজ্জামান পলাশ, বিশিষ্ট সাংবাদিক।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2021
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন