ব্রাহ্মণবাড়িয়ায় মজুত টিকায় চলবে এক সপ্তাহ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ , ২৩ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি,স্টাফ রিপোর্টার :ব্রাহ্মণবাড়িয়ায় মজুত থাকা করোনাভাইরাসের টিকা দিয়ে আগামী এক সপ্তাহ চলবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ এবং এতথ্য নিশ্চিত করেন তিনি।
ডা. একরাম উল্লাহ বলেন, গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়। এ পর্যন্ত জেলায় ৬৮ হাজার ৪২৯ জন টিকা গ্রহণ করেন। এদিকে গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। শনিবার (২২ মে) পর্যন্ত জেলায় ৪৩ হাজার ২৫৭ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
এদিকে বেলা ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রে গিয়ে কোনো মানুষ দেখা যায়নি। সেখানে কর্মরতরা জানান, মাঝে মাঝে দুই একজন এসে টিকা নিচ্ছেন। বাকি সময় অলস পার করছেন তারা।
সেখানে উপস্থিত থাকা স্বাস্থ্যকর্মীরা জানান, এখন শুধুমাত্র টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন মানুষ। শুরুতে প্রচণ্ড ভিড় থাকলেও এখন নেই।
আপনার মন্তব্য লিখুন