ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে হামলার অভিযোগ৷। আহত ১০
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ , ২২ মে ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিয়ের বাড়ির বেড়াতে আসা শিশু ও নারীসহ ১০ জন আহত হয়েছে।
শনিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের পূর্ব মেড্ডা পোদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মনির হোসেন, শোভন, জয়, আমজাদ ও পায়েল। বাকিদের পরিচয় জানা যায়নি।
হামলার শিকার শোভন বলেন, বিকেলে তারা ৪-৫ জন মেড্ডা হাজী বাড়ির মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলেন। ওই সময় মাঠের পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলের গায়ে গিয়ে একটি বল পড়ে। তখন ওই ছেলের সাথে তার ভাগ্নে জয়ের বল পড়া নিয়ে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।
এনিয়ে সন্ধ্যার দিকে হঠাৎ অজ্ঞাত ১৫/২০ জন যুবক তাদের বিয়ে বাড়ির মেহমানদের উপর হামলা করেন। তবে তাদের উপর কে হামলা করছেন তা শনাক্ত করতে পারেননি শোভন।
গত দুইদিন আগে তার মামাতো ভাই মাইনুদ্দিন খান বাবুর বিয়ে সম্পূর্ণ হয়।। আজকে তার বৌভাত ছিল। তারা সবাই চট্রগ্রাম থেকে মাইনুদ্দিন খান বাবুর বিয়েতে বেড়াতে আসছিল।
এব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই বিয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। বিয়ে বাড়ি থেকে একটি বিকসলের বোতল উদ্ধার করা হয়েছে। তবে এব্যাপারে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া মাত্র আইনী সহযোগিতা দেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন