ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ , ২১ মে ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল আকন্ঞ্জি, স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গ্রামে পিকআপ ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ২ জনের মধ্যে এক জনের পরিচয় মিলেছে। সে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রিপন খন্দকারের ছেলে রণি খন্দকার (১৩)। অন্য আরেকজনের পরিচায় পাওয়া যায়নি। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জালাল আলম জানান, সকালে সিলেটগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন